নিউজ আপডেট

প্রধান শিক্ষক এর বাণী

Photo মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতির অংশ হিসেবে সকল বিদ্যালয়ে ২০১২ সাল থেকে ৮ম ও ৯ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের On line এ ভাবে নিবন্ধন শুরু হয়। ডিজিটাল শ্রেণীকক্ষ সহ শিক্ষাক্ষেত্রে সকল স্তরেই On line এ যে ভাবে অগ্রগতি সাধন করেছে তার অংশ হিসেবে সকল প্রকার কাজের জন্য On line ব্যবহার করে শিক্ষকদের তথ্য সংরক্ষন, পরিচালনা পরিষদের তথ্য প্রদান, শিক্ষার্থীদের ভার্চূয়াল শিক্ষাদান, শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য, অভিভাবকদের তথ্য, তাদেঁর বিভিন্ন ধরণের সেবা প্রভৃতি সকলের দোর গোড়ায় পৌঁছায়ে দেওয়া প্রধানমন্ত্রীর অঙ্গীকার। এর ধারাবাহিকতায় নূতন খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয়ও এ সকল সেবা সকলের কাছে পৌঁছায়ে দিয়ে ভিশন ২০২১ বাস্তবায়নে ভূমিকা রাখতে পেরে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই। এটা একটা বর্তমান.....

সভাপতির বাণী

Photo রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ধলিগাতী গ্রামের মরহুম মাছুদুর রহমান। অত্র প্রতিষ্ঠানটি আজও তাকে শ্রদ্ধাভরে স্বরণ করে। পর্যায়ক্রমে দায়িত্ব পালন করে আসছে, জনাব মোঃ বাহারুল ইসলাম সাহেব - ধলিগাতী,সাবেক স্বাথ্য কর্মকর্ততা মনিরামপুর হাসপাতাল। জনাব মোঃ সিরাজুল ইসলাম সাহেব - ধলিগাতী, সমাজ সেবক। সবশেষে ২০১১ সালে স্থানীয় জনগণের জোরালো অনুরোধে মাওঃ মোঃ মাহফুজুর রহমান সাহেব সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। বর্তমান তার ঐকামিত্মক চেষ্টা ও সার্বিক সহযোগীতার কারণে বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফল পরিবর্তন হতে শুরু করেছে। তিনি এ প্রতিষ্ঠানের সাথে থাকলে উত্তর উত্তর সার্বিক উন্নয়ন ও পরিবর্তন শুধু সময়ের ব্যাপার মাত্র