নিউজ আপডেট

প্রধান শিক্ষক এর বাণী

Photo শিক্ষা মানুষের মৌলিক চাহিদা। শিক্ষা মানুষকে আলোকিত করে। আজ সমাজে আলোকিত মানুষের প্রয়োজন। এতিহ্যবাহী যশোর মহিলা আলীয়া মাদ্রাসা, আর কে মিশন রোড, যশোর ১৯৮৬ ইং স্থাপিত । দেশ ও জাতী গঠণে তার আগ্রনী ভূমিকা রাখবে- এই প্রত্যাশা ও শুভকামনা রইল। নারী শিক্ষার আলোক বর্তিকা যশোর মহিলা আলীয়া মাদ্রাসা উন্নীত করতে স্মরণ করতে হয় চলমান নির্বাহী কমিটির সদস্যবৃন্দের।তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ পৃষ্টপোষকতা আমাদের চলার পথকে করেছে গতিশীল।আঞ্চলিক শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের অকুন্ঠ সমর্থন শিক্ষকবৃন্দের নিরলস শ্রম ও অভিভাবকবৃন্দের আন্তরিক সহযোগিতায় আমরা এগিয়ে চলেছি। পরিশেষে যাদের লেখায় কাকলি সমৃদ্ধ হল তাদের সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের প্রতি রইল শুভ কামনা।
এ টি এম মুজাহাব উদ্দিন

ড্রপবক্সDropbox