Why Study NARSINGDI POLYTECHNIC ACADEMY

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ  সরকার একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় এবং জ্ঞান বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সমৃদ্ধ আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকার ইতোমধ্যে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করেছেন। আগামী ২০২০ সালের মধ্যে দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় এনরোলমেন্ট শতকরা ২০ ভাগে উন্নীত করার সকল পদক্ষেপ গ্রহণ করেছেন।জাতীয় পর্যায়ে “একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায়” কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষিত দক্ষ মানব সম্পদ বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করতে সক্ষম হবে।দক্ষ মানব সম্পদ তৈরীর লক্ষকে সামনে রেখে আন্তর্জাতিক মানসম্পন্ন ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাদানে নরসিংদী সর্ব প্রথম ও সর্ব বৃহৎ বেসরকারী পলিটেকনিক “ নরসিংদী পলিটেকনিক একাডেমী” হতে বিগত 14 বছরে 10 টি ব্যাচ ভাল ফলাফল অর্জনে সক্ষম হয়ে দেশ বিদেশের কর্মক্ষেত্রে কর্মরত থেকে জাতীয় উন্নয়নে অবদান রাখাসহ তার পরিবারের মুখে হাসি ফুটাতে সক্ষম হয়েছে। কারিগরি শিক্ষা দ্বারা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যকে সামনে রেখে আদর্শ ও মানসম্পন্ন শিক্ষাদানই আমাদের মূল লক্ষ্য।

এনপিএ শিক্ষা পদ্ধতিঃ

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জনিয়ারিং কোর্সের যাবতীয় কারিকুলাম বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক প্রণীত। ভর্তি, রেজিস্ট্রেশন, পরীক্ষা গ্রহন, সার্টিফিকেট প্রদান ইত্যাদি সব বিষয়ে কারিগরি শিক্ষাবোর্ড নিয়ন্ত্রণ করে। একজন শিক্ষার্থী ১০% শিখে লেকচার থেকে, ১০% রিডিং থেকে, ৩০% শুনে ও ৫০% শিখতে পারে হাতে কলমে করার মাধ্যমে, কারিগরি শিক্ষার এই উদ্দেশ্যটির দিকে এনপিএ তে বিশেষ ভাবে লক্ষ্য রাখা হয়, ফলে কারিগরি শিক্ষার মূল উদ্দেশ্য Knowledge,  Skill & Attitude ছাত্র-ছাত্রীদের মধ্যে Developed হয়।

 

 

Our Technology

Our Teachers

Recent News

Photo & Video Gallery